ইসলামী ব্যাংক মাগুরা শাখার নিয়ন্ত্রণাধীন কামারখালী বাজার আউটলেট মধুখালী,ফরিদপুর এর আয়োজনে আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১০ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় ইসলামী ব্যাংক কামারখালী বাজার আউটলেটের ইনচার্জ মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে হাফেজ মাওলানা মোঃ আলী আশরাফের সঞ্চালনায় সৈয়দ আমির আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক চত্বরে এ আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি এর মাগুরা শাখার সম্মানিত শাখা প্রধান ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ড ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ জামিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা শাখার সিনিয়র অফিসার ও এজেন্ট আউটলেট ইনচার্জ মোঃ আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কামারখালী বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি কাজী মতিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম। উক্ত আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের সম্মানিত আলেম – ওলামাগণ এবং ব্যাংকের প্রায় দুই শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।