সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লগডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে শ্যামনগর উপজেলা প্রশাসন।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী এবং বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরার নির্দেশে শ্যামনগর উপজেলায় লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বর্ডার গার্ড সমন্বয়ে সারা দিনব্যাপি অভিযান, মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ।
যানবাহন চলাচলের ক্ষেত্রে শ্যামনগর থানা উপজেলার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট স্থাপন করা হয়। এ সময় সরকারী নির্দেশনা অমান্যকারী এফএম মার্কেট এর ৩ মোবাইল দোকানদারকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ বলেন, এমন মোবাইল কোর্ট চলমান থাকবে। করোনার বিরুদ্ধে এই যুদ্ধে সকলের সম্মিলিত সহযোগিতা এবং সচেতনতার মাধ্যমেই বিজয় লাভ করা সম্ভব। শ্যামনগর উপজেলার সকল নাগরিকদের প্রতি বিনীত অনুরোধ সরকারের নির্দেশনাগুলো মেনে চলুন, সরকারকে সহযোগিতা করুন। করোনাভাইরাস মোকাবেলা আমাদের সকলের দায়িত্ব।