নিউজ প্রকাশ :
শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৩:০৯ অপরাহ্ন
সেয়ার করুনঃ
গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন।শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চাপাইনবাবগঞ্জ জেলার একজন ও নওগাঁর একজন করোনার উপসর্গে মারা গেছেন।পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১২ জন। তবে গত ২৪ ঘণ্টায় কেউ হাসপাতাল ছেড়ে যাননি। করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ৩৩ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন নয়জন।তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৪ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হয়নি। তবে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১২৭ জনের নমুনা পরীক্ষায় একজন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার দুই দশমিক ৩৮ শতাংশ।