হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহি কর্মকর্তার সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য সাঈদ মেহেদী। সভায় সর্ব সম্মতিক্রমে ১৭ ই মার্চ থেকে ২৭ শে মার্চ পর্যন্ত দশ দিনব্যাপী এই উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সকালে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় কালিগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় শহীদ সেহরাওয়ার্দী পার্ক থেকে বর্ণাঢ্য র্যালী, এছাড়া উপজেলার সকল মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও দোয়া অনুষ্ঠান। দশ দিনে পৃথক দশটি চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে উপ-কমিটি গঠন করা হয়েছে