নিজস্ব প্রতিনিধিঃ
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে শ্যামনগর উপজেলার ১০নং আটুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে৷
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশক্রমে সারাদেশের ন্যায় শ্যামনগর উপজেলার ১০নং আটুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ২৮ জুন রবিবার বিকালে আটুলিয়া ইউনিয়নে বৃক্ষরোপন করা হয়। এসময় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করেন।বৃক্ষরোপন কালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ ফারুক হোসেন আশিক ও ঈশ্বরীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাগর হোসেন, আটুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাকীম আহমেদ হেলাল, সাতক্ষীরা আইএইচটি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবির হাসান রানা এছাড়াও ইয়াছিন হাবিব পাভেল, মামুন, মোঃ আল-আমীন হোসেন, মিঠু, তৌকির , মুন্না,রাজন সহ আরো অনেকেই।