কেশবপুরে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কাটার অপরাধে আব্দুল হালিম (৫৯) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে কেশবপুরের বুড়িভদ্রা নদীর পাড়ের মাটি স্ক্রেভেটর মেশিন দিয়ে কাটার বিষয়টি জানতে পারেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হন। এ সময় ঘটনার সত্যতা পেয়ে মাটি কাটার অপরাধে উপজেলার মঙ্গলকোট গ্রামের আব্দুল হালিমকে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।