“শতবর্ষে জাতির পিতা, সুর্বণে স্বাধীনতা- অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এ প্রতিপাদ্যে কেশবপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সরকার অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বৈধভাবে বিদেশ যেতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, আনসার ভিডিপি কর্মকর্তা সখিনা খাতুন, বিশ্বজিৎ দত্ত, ব্যবসায়ী শহিদুল ইসলাম প্রমুখ।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান বলেন, মতবিনিময় সভায় সরকার অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বৈধভাবে বিদেশ যেতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া দালালের মাধ্যমে খপ্পরে পড়ে কোন ব্যক্তি যেন বিদেশ না যায় সেদিকে সচেতন ব্যক্তিদের নজর রাখাসহ বিষয়টি প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে।