কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামে শিল্প পাড়া এলাকায় জীবিকায়ন শিল্প পল্লী হিসেবে প্রতিষ্ঠার জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে উপজেলার আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলতাপোল গ্রামে কুটির শিল্পের সঙ্গে জড়িতদের মতবিনিময় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (গ্রেড-১) সুপ্রিয় কুমার কুন্ডু। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাছরীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পল্লী জীবিকায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আলমগীর হোসেন আল নেওয়াজ, যশোর জেলা বিআরডিবি’র উপপরিচালক কামরুজ্জামান, খুলনার উপপরিচালক আশরাফুল ইসলাম, পল্লী প্রগতি প্রকল্পের প্রকল্প পরিচালক আলাউদ্দিন সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ কুমার মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক গৌতম রায়, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, হংশপতি বিশ্বাস, উপ প্রকল্প কর্মকর্তা আজমল হোসেন, সহকারী হিসাব রক্ষক লিটন কুমার ঘোষ প্রমুখ।মুক্ত আলোচনায় কুটির শিল্পের সঙ্গে জড়িতদের ভেতর বক্তব্য দেন, শফিকুল ইসলাম, সাবিনা বেগম, মন্টু মিয়া ও লিপিকা বেগম। তাঁরা বিআরডিবি’র মাধ্যমে কুটির শিল্প বিদেশে রপ্তানির ব্যবস্থা করাসহ স্বল্প মুনাফায় একক ঋণের কথা তুলে ধরেন। আলোচনা শেষে বিআরডিবি’র মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডুসহ অতিথিবৃন্দরা এলাকায় তৈরি হওয়া কুটির শিল্প ঘুরে দেখেন। ইনছার আলী নামে এক ব্যক্তি প্রায় ২০ বছর আগে আলতাপোল গ্রামের কুটির শিল্পের কাজ শুরু করেন। এখানকার ১০টি স’মিল থেকে কাঠ কেটে ৪০০ কারখানায় বিভিন্ন ধরনের কুটির শিল্প তৈরি করে ১ হাজার ৫০০ নারী ও পুরুষ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এ গ্রামটি জীবিকায়ন শিল্প পল্লী হিসেবে গড়ে উঠলে হাজারও মানুষ উপকৃত হবেন।