উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখার আয়োজনে বাংলা বর্ষবরণ-১৪২৯ উপলক্ষে ১৪ এপ্রিল সকালে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখার সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দনের পরিচালনায় রক্তকরবীর উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সদস্য আলহাজ্ব হাসান সাদেক, খেলাঘর আসরের আব্দুল মজিদ বড়ভাই, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এ্যাড. আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বাবুর আলী গোলদার, মাসুদা বেগম বিউটি, শিক্ষক আমিনুর রহমান প্রমুখ।