কেশবপুরে ওয়ালটনের পণ্য কিনে ২ জন ক্রেতা দুটি ফ্রিজ উপহার পেলেন।শহরের হাসপাতাল রোডের ওয়ালটন পস্নাজার কেশবপুর শাখার শোরম্নমে ওয়ালটন ডে উপলক্ষে রোববার বিকেলে তাদের কাছে ওই ফ্রিজ হস্ত্মান্ত্মর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাদের কাছে ফ্রিজ হস্ত্মান্ত্মর করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান,প্রতিষ্ঠানের শাখা ম্যানেজার বায়েজিদ মোলস্না,ডেপুটি ম্যানেজার হায়ার ওমর ফারম্নক নান্টু,ডেপুটি ম্যানেজার ডিলার বেনজীর আহমেদ প্রমুখ।উপজেলা সদরের বাসিন্দা শিক্ষিকা রম্নমা খাতুন ও পাশ্ববর্তী মণিরামপুরের মুজগুন্নি গ্রামের অরম্নন অধিকারী ওয়ালটন শো রম্নমের কেশবপুর শাখা থেকে সম্প্রতি দুটি ফ্রিজ ক্রয় করেন। বাড়ি পৌঁছানোর আগেই তাদেরকে জানানো হয় বিজয়ের ৫০ বছর পূর্তিতে ‘বিজয় উলস্নাস’অফারের আওতায় তারা আরও একটি করে ফ্রিজ উপহার পেয়েছেন।