কেশবপুরে পূর্ব শত্রম্নতার জের ধরে কলেজ ছাত্রসহ ২ জনকে মারপিট করে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ২ জনকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বুধবার ঐ ছাত্রের পিতা বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বেলকাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে পাঁজিয়া ডিগ্রী কলেজের এইচ.এসসির ১ম বর্ষের ছাত্র রাকিব হাসান(২০)কে পূর্ব শত্রম্নতার জের ধরে একই গ্রামের এরশাদ আলী ওরফে বরো’র ছেলে জাকির হোসেন মিন্টু বুধবার সকালে রাকিবের মোবাইল ফোনে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও করাসহ হত্যার হুমকী দেয়। এমনকি মিন্টুর তার বাড়ীতে গিয়েও খুঁজাখুজি করে। এক পর্যায়ে ঐ দিন দুপুরে রাকিব কলেজ থেকে ফেরার পথে গড়ভাঙ্গা বাজারে পৌছালে মিন্টু তাকে সন্ত্রাসী কায়দায় মারপিট করে হত্যার চেষ্টা করে। এসময় ঠেকাতে গেলে রাকিবের চাচাত ভাই রাসেল (২৩)কে মারপিট করে আহত করে। এসময় কলেজ ছাত্র রাকিবের হাতে থাকা ২৫ হাজার টাকা মুল্যের একটি স্বর্নের আংটি ছিনিয়ে নেয়।এব্যাপারে জাকির হোসেন মিন্টুর বক্তব্য নেওয়ার জন্য ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।।এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত্ম পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।