কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের (কালব) নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের ক্রেডিট ইউনিয়নের কার্যালয়ে সোমবার বিকেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালব’র পরিচালক এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফসার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কালব’র যশোর জেলার ম্যানেজার আনিছুর রহমান, সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান, ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী টিটো, কালব’র কেশবপুর শাখার ম্যানেজার পলাশ কর।কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শপথ পাঠ করান, সংগঠনের যশোর জেলার ম্যানেজার আনিছুর রহমান।