কেশবপুরে বিজয়ের সূবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগীতায় ২১ শিশু শিক্ষার্থী পেল সম্মাননা স্মারক। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল এ চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করে।
শুক্রবার বেলা ১১টায় শহরের আল-আমিন মডেল একাডেমির হলরুমে বিভিন্ন বিভাগে বিজয়ী ওই ২১ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের সহসভাপতি শিক্ষক সাহা বৈদ্য নাথের সভাপতিত্বে ও পরিচালক উৎপল দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের কর্মকর্তা শুভংকর বিশ্বাস, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক শেখ শাহীনুর রহমান, প্রভাষক মঞ্জুয়ারা খাতুন, শিক্ষক সুমন দাস, ব্যাংক কর্মকর্তা তপন নন্দী, এনামুল কবির মিলন ও জয়দেব মিত্র জয়।আলোচনা শেষে ছবি অংকন করে বিজয়ী হওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। সাত বছর বয়সী শিশু নুসরাত জাহান সূচি সম্মাননা স্মারক পেয়ে বলে, মুক্তিযুদ্ধের ছবি আঁকিয়েছিলাম। বিজয়ী হওয়ায় খুব খুশি লাগছে।