কেশবপুরে জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় দেওয়া হয়েছে। সোমবার দুপুরে শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে ৩ জন মাছ ব্যবসায়ীর কাছ থেকে ওই জাটকা ইলিশ জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সজীব সাহা। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সজীব সাহা বলেন, মাছ বাজারে অভিযান চালিয়ে ৩ জন মাছ ব্যবসায়ীর কাছ থেকে ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ওই জাটকা ইলিশ কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসা ও কেশবপুর শিশু সদন এতিমখানায় ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। আগামীতে জাটকা ইলিশ বিক্রি করবে না মর্মে ওই মাছ ব্যবসায়ীদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।