কেশবপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপÿদের হুমকির ভয়ে বসতবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াছে এক অসহায় পরিবার বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে,উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ঝষিপাড়ার মৃত প্রথম দাসের ছেলে কার্ত্তিক দাসের সাথে তার আপন ভাই রবিন দাসের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
তারই ধরে গত শনিবার ৫ মার্চ দুপুরে রবিন দাসের নেতৃত্বে কার্ত্তিক দাসের উপর একদল ব্যক্তি হামলা চালিয়ে মারপিট করতে থাকে। এসময় কার্ত্তিক দাসের স্ত্রী পাতা দাসী(৪৫)ও তার ছেলে অলোক দাস(২২) ঠেকাতে গেলে তাদেরকে মারপিট করে গুরম্নতর আহত করে। আহতরা স্থানীয় চিকিৎসা নিয়ে ছিলেন। কার্ত্তিক দাস সাংবাদিকদের জানান,দুই ভাইদের হুমকির কারণে ও তাদের ভয়ে ২/৩ দিন ধরে আমার পরিবার নিয়ে আমি বাড়িছাড়া রয়েছি। তাদের ভয়ে কোন দপ্তরে লিখিত অভিযোগ করার সহস পাচ্ছি না। তাদের হাত থেকে রেহায় পেতে ও বসতবাড়িতে ফিরে যেতে পারি তার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানানচ্ছি।এব্যাপারে রবিন দাসের বক্তব্য নেওয়ার জন্য বার বার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।