কেশবপুরে জমি বিক্রি করে পুনরায় জবর দখল ও বসত বাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মজিদপুর মোড়ল পাড়া এলাকায়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার মজিদপুর গ্রামের শহিদুল ইসলাম মোড়ল টাকার প্রয়োজনে ৬৪ নং লÿীনাথকাটি মৌজার ৫৯৯ খতিয়ানের ৯১৪ ও ৯৩৫ দাগের ৮ শতক জমি একই গ্রামের আব্দুর রহমানের নিকট ৫০ হাজার টাকায় বিক্রি করে। যার কবলা দলিল নং-৬৮৬/২০০২। জমি ক্রয় করে আব্দুর রহমান নিজ নামে নামপত্তন করে ওই জমিতে বসতঘর নির্মান করে মাতা, স্ত্রী ও সন্ত্মানদের দিয়ে বসবাস করছেন। সম্প্রতি শহিদুল মোড়ল অন্য একটি মেয়েকে বিয়ে করে তাদের কথামত বিক্রিত ওই জমি দখলে নিতে নানামুখী চক্রান্ত্ম শুরম্ন করে। তারই ধারাবাহিকতায় শনিবার (৩০ জানুয়ারি) আব্দুর রহমানের বসতঘর ভাংচুর করে শহিদুল ইসলাম মোড়ল। ঠেকাতে আসলে তার মাতা জয়নুর বেগম, স্ত্রী শিউলি বেগমকে মারপিট করে আহত করে। নিরম্নপায় হয়ে আব্দুর রহমান উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত্ম করে ব্যবস্থা গ্রহন করা হবে।