কেশবপুর উপজেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উপলক্ষে ২ জানুয়ারি সকালে র্যালী ও “মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মুহাঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহকারি সমাজসেবা অফিসার আব্দুস সামাদ, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক হারুনার রশীদ বুলবুল প্রমুখ।