কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উপলক্ষে র্যা লী, “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” শীর্ষক সেমিনার, আলোচনাসভা এবং চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ১২ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে এবং তথ্য ও প্রযুক্তি কার্যালয়ের প্রোগ্রাম অফিসার আব্দুস সামাদের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান। আরো বক্তব্য রাখেন কেশবপুর থানার তদন্ত ওসি শিকদার মতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।