কেশবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর নিকট থেকে সন্ত্মানদের ফিরে পেতে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন পিতা বলে অভিযোগ উঠেছে।এদিকে তালাকপ্রাপ্ত স্ত্রী নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার বিভিন্ন মালামাল নেওয়ার অভিযোগে সাবেক স্বামী আব্দুল আজিজ সরদার বাদি হয়ে গত ৯/১০ মাস আগে তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরম্নদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ছিলেন।
বর্তমানে আব্দুল আজিজ সরদারের তালাকপ্রাপ্ত স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে পিতার বাড়িতে রয়েছেন।উপজেলার রেজাকাটি গ্রামের মৃত ওসমান আলী সরদারের ছেলে আব্দুল আজিজ সরদারের সাথে যশোর জেলার জগমান গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের মেয়ে রম্নমা খাতুনের সঙ্গে প্রায় ২০ বছর পূর্বে বিবাহ হয়েছিল।আব্দুল আজিজ সরদার সাংবাদিকদের জানান,তাদের বিয়ের পর স্বামী স্ত্রী ভালোভাবে মিলেমিশে সংসার করে আসে ছিলেন।তাদের সংসারের আব্দুলস্নাহ নামে ১ ছেলে ও রোকসানা নামে ১ মেয়ে রয়েছে। ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করত। গত ৮/৯ মাস আগে আব্দুল আজিজ সরদার ব্যবসার কাজে থাকায় তার স্ত্রী রম্নমা খাতুনের বাড়ির পাশে নূর ইসলামের ছেলে তুহিন রেজার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। হঠাৎ একদিন রবিবার রাতে আব্দুল আজিজ তার স্ত্রী রম্নমা খাতুন মোবাইল ফোনে কথা বলার সময় তাকে হাতেনাতে ধরে ফেল। এঘটনায় আব্দুল আজিজ সরদার বাদি হয়ে তালাকপ্রাপ্ত স্ত্রী ও ঐ ছেলের বিরম্নদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ছিলেন। এর দুদিন পর তার তালাকপ্রাপ্ত স্ত্রী রাতের আধাঁরে স্বামীকে না বলে চুরি করে ছেলে মেয়েকে সাথে নিয়ে তার পিতার বাড়িতে চলে যায়। কিছুদিন পিতার বাড়িতে থাকার পর তার স্ত্রী রম্নমা খাতুন আবার স্বামীর বাড়িতে ফিরে আসে। ফিরে আসার দুদিন পর ছেলে মেয়েকে নিয়ে স্ত্রী রম্নমা আবার পিতার বাড়িতে চলে যায়। পিতার বাড়িতে যাওয়ার সময় নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায় আব্দুল আজিজ সরদারের তালাকপ্রাপ্ত স্ত্রী রম্নমা খাতুন।পরবর্তী আব্দুল আজিজ সরদার জানতে পারে তার স্ত্রীর কার্যকালাপ ভালো না বলে তার জন্য তার স্ত্রী রম্নমা খাতুনকে তালাক দেন।এদিকে আব্দুল আজিজ সরদারকে না জানিয়ে তার তালাকপ্রাপ্ত স্ত্রী রম্নমা খাতুন গত ৩ মাস আগে যশোর জেলার নাভারণে একটি ছেলের সাথে আব্দুল আজিজ সরদারের মেয়ে রোকসানা খাতুন(১৪)কে গোপানে বাল্য বিবাহ দেয়। আর ছেলে আব্দুলস্নাহ এখন মোটর গাড়িতে কাজ করছেন।আব্দুল আজিজ সরদার তার ছেলে মেয়েকে ফিরে পেতে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে। এ্যাপারে আব্দুল আজিজ সরদারের তালাকপ্রাপ্ত স্ত্রী রম্নমা খাতুনের বক্তব্য নেওয়ার জন্য বারবার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।