কেশবপুর উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ত্রিমেহিনী ইউনিয়ন পরিষদের হলরম্নমে নব-নির্বাচিত চেয়ারম্যান এস এম আনিছুর রহমানের সভাপতিত্বে ও পরিষদের সচিব প্রভাত কুমার সিংহর সঞ্চালনায় পরিচিত সভায় বক্তব্য রাখেন,অধ্যাপক আলফাজুর রহমান,শওকত আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার মঞ্জুয়ারা বেগম, ফাতেমা বেগম, সাবান বেগম, নজরম্নল ইসলাম, আনোয়ারম্নল ইসলাম, মহির উদ্দিন, আজিজুর রহমান, আনোয়ার হোসেইন, আলমগীর সিদ্দিক, শহিদুল ইসলাম, হারম্নন অর রশিদ মন্টু, ইলিয়াস সবুজ, উদ্যোক্তা মিজানুর রহমান। পরিচিত ও প্রথম সভায় ইউনিয়ন পরিষদের দুই জন প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। প্যানেল চেয়ারম্যান-১ হারম্নন অর রশিদ মন্টু ও প্যানেল চেয়ারম্যান-২ সংরক্ষিত মহিলা মেম্বার মঞ্জুয়ারা বেগম।