গত ৫ জানুয়ারী কেশবপুর উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নব নির্বাচিত চেয়ারম্যান তৌহিদুজ্জামানকে সংবর্ধনা প্রদান,ফুলের শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেশবপুর উপজেলা দলিল লেখক সমিতির আয়োজনে দলিল লেখক সমিতির চত্ত্বরে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শফিউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর ইসলামের পরিচালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নব নির্বাচিত চেয়ারম্যান তৌহিদুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাদাৎ হোসেন,দলিল লেখক সমিতির মধ্যে বক্তব্য রাখেন, জয়নাল উদ্দীন,আক্তারম্নজ্জামান,হাফিজুর রহমানসহ অনেকই। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা দলিল লেখক সমিতির সকল সদস্যবৃন্দরা।