কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম মুনজুর রহমান বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সোমবার বিকেলে তিনি শহরের বঙ্গবন্ধুর ম্যুরালে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এস এম মহব্বত হোসেন, আজহারুল ইসলাম, সমর কুন্ডু, শাহাদাৎ হোসেন, চম্পা মন্ডল, ইউপি মেম্বার আব্দুর রশিদ ও আজিজুর রহমান, রজব আলী, আব্দুল হক গাজী, আব্দুল জলিল প্রমুখ।গত ৫ জানুয়ারি উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এস এম মুনজুর রহমান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেন।