কেশবপুর উপজেলার নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে গতিসিমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিকেলে ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালল উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান টি আয়োজন করেন কেশবপুর উপজেলা নিরাপদ সড়ক চাই এর সংগ্রামী আহবায়ক মোঃ হারুন-অর-রশিদ বুলবুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা কেশবপুর উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, ছাত্রলীগ নেতা শাহরিয়ার হাবিব, নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সদস্য শরিফুল ইসলাম এম এ মান্নান রাকিবুল হাসান বাবু মাহবুবুর রহমান মিলন দাস, মনোতষ কুমার দাস প্রমুখ। নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুন-অর-রশিদ বুলবুল বলেন ১ লা ডিসেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী ২০২১ সফলভাবে পালন করতে সহযোগিতা করায় উপস্থিত সকল সম্মানিত সদস্য সহ কেশবপুর বাসীকে ধন্যবাদ জানান।কেশবপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ম জনসচেতনতামূলক ক্যাম্পিং এর মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ করতে কেশবপুরের সকল স্তরের মানুষের সহযোগিতার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সারা বিশ্বের রোল মডেল। তিনি সড়ক দুর্ঘটনা রোধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনে আমরা শরিক হতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করি।জনাব ইলিয়াস কাঞ্চনের এই আন্দোলনকে শক্তিশালী করতে আমরা শপথ করছি আপনার সাথে থেকে সকল আন্দোলন সংগ্রামে আছি এবং থাকব ইনশাআল্লাহ।