কেশবপুরে নিরাপদ সড়ক চাই নিসচারের এক পরিচিত সভা ও কমিটির নেতৃবৃন্দদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নিরাপদ সড়ক নিসচার শাখার কমিটির আয়োজনে কেশবপুর নিউজক্লাবের কার্যালয়ে শুক্রবার সকালে পুনরায় অনুমোদিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ও কেন্দ্র থেকে পাঠানো পরিচয় পত্র বিতরণ করা হয়।
কেশবপুর উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির দ্বিতীয় মেয়াদে নির্বাচিত আহবায়ক হারুনার রশীদ বুলবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলামের পরিচালনায় পরিচিত সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব তারাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নিসচা কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা ও নিউজক্লাবের সভাপতি আশরাফুজ্জামান,নিসচারউপদেষ্টা ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত,যুগ্ম আহবায়ক জি এম জুলফিকার আলী ভুট্ট, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, মঈনুর রহমান, সদস্য ও নিউজক্লাবের প্রচার সম্পাদক আজিজুর রহমান, ফরিদ মোড়ল, সেলিম রেজা, আব্দুল করিম, আলমগীর হোসেন, আব্দুল লতিফ রানা, আবুল কালাম আজাদ, ইউসুফ আলী, মনোতোষ দাস,হাবিবুর রহমান, সবুজ হোসেন নিরব,রফিকুল ইসলাম উজ্জ্বল, আজগর আলী, আবু সালেহ মাসউদ হাসান, রাজিব চৌধুরী, হুমায়ুন কবির, আবু সাঈদ, শাহানাজ পারভীন, সুশান্ত কুমার মল্লিক, মাহবুর রহমান,আবুল কালাম আজাদ, তরিকুল ইসলাম, রাকিবুল হাসান বাবু, আল আমিন হোসেন, সোহানুর রহমান, আসাদুজ্জামান, বিল্লাল হোসেন, ইজাজুল ইসলাম, কামরুল ইসলাম,শাহানাজ পারভীন,ফরিদা ইয়াসমিন, তহমিমা খাতুন,মমতাজ বেগম,আছিয়া খাতুন, সালমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ পুনরায় অনুমোদিত নবনির্বাচিত আহবায়ক কমিটি কে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। প্রধান অতিথি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব তারাজুল ইসলাম বলেন, কেশবপুর উপজেলা নবনির্বাচিত আহবায়ক কমিটির সব ধরনের সহযোগিতা করে তাদের পাশে সব সময় দাঁড়ানোর অঙ্গিকার করেন। আহবায়ক। হারুনার রশীদ বুলবুল বলেন, আগামী ৯ম মহা সম্মেলন সফল করতে বিভিন্ন কর্মসূচী গ্রহনের প্রস্তুতি নেন।