খুলনা বিভাগীয় শাখা পরিচালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলোজি ফাউন্ডেশনের (পিটিএফ) এর আয়োজনে সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
পৌর শহরের মাইকেল মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালায় পিটিএফ’র খুলনা বিভাগের ৪৯ জন শাখা পরিচালক অংশ নিয়েছে। প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলোজি ফাউন্ডেশনের (পিটিএফ) এর চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ারের সভাপতিত্বে ও মিডিয়া কর্মকর্তা উৎপল দে’র সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ও প্রতিষ্ঠানের উপদেষ্টা ডাক্তার হেদায়েতুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ স¤পাদক শংকর কুমার পাল, অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার, পিটিএফ এর ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মুশফিক আজাদ প্রান্ত, প্রকল্প পরিচালক সাত্তারুজ্জামান, উপদেষ্টা মতিয়ার রহমান, কোÑ অডিনেটার রহমতুল্লাহ রনি, আইটি অফিসার কবির হুসাইন, ডেভেলপমেন্ট কর্মকর্তা মুজিবর রহমান, আফজাল হোসেন, ইসহাক আলী, শাখা পরিচালক আনিচুর রহমাস , আব্দুল আজিজ প্রমুখ। প্রশিক্ষন কর্মশালার পরে পিটিএফ’র খুলনা বিভাগের ৪৯ জন শাখা পরিচালকের মধ্যে ১০ জনকে সেরা ঘোষণা করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।