কেশবপুরে সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। শনিবার দুপুরে দিবসটি পালন উপলক্ষে সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট মিলন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা: আলমগীর হোসেন ও সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার খান, প্রভাষক তাপস দে, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দরা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।