কেশবপুরে সোমবার সকালে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে i¨vলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী Awdmvi এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি wn‡m‡e বক্তব্য iv‡Lb, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।অন্যান্যের মধ্যে বক্তব্য iv‡Lb, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুন্সি আছাদুল্লাহ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ তামিম সিয়াম প্রমুখ।