কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দীন গাজী (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার সকালে উপজেলার কাবিলপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিন দুপুরে বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দীন গাজীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজা নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, হাসানপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা বাবর আলী সহসকল শ্রেণির পেশার মানুষ।প্রমুখ।