কেশবপুরের রাজা ভরত চন্দ্রের দেউল (ঢিবি) দর্শনার্থীদের পরিদর্শনের জন্য টিকিট চালু করা হয়েছে। শ্রীহরি নদীর তীরবর্তী স্থান কেশবপুরের ভরতভায়না গ্রামে ঐতিহাসিক এ দেউল অবস্থিত।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পন্ডিত শনিবার প্রধান অতিথি হিসেবে এ টিকিট চালুকরণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, খুলনার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, সাগরদাঁড়ির মধুপল্লীর কাস্টডিয়ান আইরীন পারভীন প্রমুখ।প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা বলেন, সংরক্ষিত প্রত্নতত্ত্ব ভরত ভায়না দেউলের টিকেটের মূল্য করা হয়েছে ১০ টাকা। স্কুল শিক্ষার্থীদের জন্য ৫ টাকা। এছাড়া শিশুদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সার্কভুক্ত পযটকদের জন্য ৫০ টাকা ও বিদেশীদের জন্য ১০০ টাকা। টিকিট চালুকরণের প্রথম দিনে রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ২১০ টাকা।