কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার এশার নামাজ অন্তে মুসল্লিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক মোজাহার আলী বিশ্বাস, পীর আলী মোড়ল, কাজী মোঃ আব্দুস সালাম, আবুবক্কর সরদার, আবু হানিফ সরদার, ইউনুচ আলী, বারীক মহলদার, হালিম মোড়ল, রেজাউল বিশ্বাস, মাহাবুর মাষ্টার, মতিয়ার রহমান প্রমূখ।
বক্তব্য শেষে সর্বসম্মতিক্রমে মোঃ মোজাহার আলী বিশ্বাসকে সভাপতি ও কাজী মোঃ আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী বসুন্তিয়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।