কেশবপুরে মঙ্গলকোট মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে মঙ্গলকোট বাসস্ট্যান্ডে মঙ্গলবার দুপুরে দরিদ্র অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলকোট মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মঙ্গলকোট বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও সংগঠনের উপদেষ্ঠা ডাঃ জুলফিকার আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, মঙ্গলকোট বাসষ্ট্যাণ্ড বাজার কমিটির সাবেক সভাপতি আব্দুল জলিল সরদার, দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি পরেশ দেবনাথ, সদ্য নির্বাচিত সংরক্ষিত এলাকা মেম্বর আমেনা বেগম, সদ্য নির্বাচিত ২ নং ওয়ার্ড মেম্বর আব্দুল বারী শেখ, সদ্য নির্বাচিত মেম্বর কামরুল ইসলাম, বাজার কমিটির উপদেষ্ঠা বাসুদেব দাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান নিশাদ, তানভীর আহম্মেদ তোহা, মেহেফুজ আলম কাজল, নাজমুল কবির, মেহেদী হাসান, আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, ইয়াসিন আলী, সৈয়দ ইমন, মঙ্গলকোট বাসষ্ট্যাণ্ড বাজার কমিটির সদস্য রেজাউল ইসলাম।
মঙ্গলকোট মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি ইউনুস আলী বলেন, আজ ৩০ টি কম্বল বিতরণ করা হলো এবং পর্যায়ক্রমে আরও কম্বল দেওয়া হবে। দরিদ্র অসহায় মানুষের সেবা করাই হলো আমাদের সংগঠনের লক্ষ্য।