রাইটস যশোর ও ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট আ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এর অর্থায়নে “আশ্বাসঃ মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য” প্রকল্পে মানবপাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়ার ভূমিকা শীর্ষক সংলাপ সভা সোমবার সকালে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগীতায় পরিত্রাণের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা আহছানিয়া মিশনের মনিটরিং অফিসার নবনীতা সাহার পরিচালনায় অনুষ্ঠিত সংলাপ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুহাম্মদ রিজিবুল ইসলাম, সমাজসেবা অফিসার মুহা. আলমগীর হোসেন, মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, কেশবপুর থানার উপপরিদর্শক অরুপ কুমার বসু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, রাইটস যশোরের প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত ও সমন্বয়কারী বাদশা মিয়া।