কেশবপুরে মুখে মাস্কবিহীন ঘোরাফেরা করায় দুদিনে ২১ জনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দুপুরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি ভঙ্গ করাসহ মাস্ক না পরে শহরে ঘোরাফেরা করার সময় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।