কেশবপুরে মুখে মাস্ক না পরে ঘোরাফেরা করার দায়ে ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বিভিন্ন স্থানে ৮ জনকে ১ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি অমান্য করে শহরে ঘোরাফেরা করার সময় কেশবপুর শহরের শিপন দেবনাথ, উপজেলার জাহানপুর গ্রামের ফিরোজ হাসান, হাড়িয়াঘোপের মামুন হোসেন, মাদারডাঙ্গার আব্দুর রশিদ, পাশ্ববর্তী মণিরামপুরের আবুল কালাম, রোহিতা গ্রামের শামীম হাসান, ঝিকরগাছার মাটশিয়া গ্রামের মহিদুল ইসলাম ও খুলনার রূপসা এলাকার মো. নাইমকে ২শ’ টাকা করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।