কেশবপুরে আহাদুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলো মোটরসাইকেল চালক ফুটবল একাদশ। শুক্রবার বিকেলে উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করা স্থানীয় মোটরসাইকেল চালক ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে সিনিয়র ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে ওঠে।
খেলা দেখতে মাঠের চারপাশে দূর-দূরান্ত থেকে আসা ফুটবলপ্রেমীরা ভিড় জমান। খেলা দেখতে আসা রনি হোসেন বলেন, অনেক দিন সুন্দর একটি ফুটবল খেলা আনন্দের সঙ্গে উপভোগ করলাম।