কেশবপুর শহরে জমি রেজিস্ট্রি করতে আসা ইয়াহইয়া রহমান নামে এক যুবকের মোটরসাইকেল চুরি হয়েছে। বুধবার দুপুরে শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াহইয়া রহমান সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির কার্যালয়ের সামনে তার ব্যবহৃত কালো রংয়ের ডিসকভার মোটরসাইকেলটি রাখেন। রেজিস্ট্রি অফিসের কাজ শেষে ফিরে এসে দেখেন ওই স্থানে তার মোটরসাইকেলটি আর নেই। তিনি ধারণা করছেন, অজ্ঞাত চোরে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মোটরসাইকেলটির মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।কেশবপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে।