কেশবপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের আলতাপোলে এলাকায়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুকনগর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (যশোর-জ ০৫-০০০১) নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার আলতাপোল তালতলা সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে গাড়ির ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এ সময় গাড়ির ভেতরে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।আলতাপোল গ্রামের সাবেক ইউপি সদস্য ওলিয়ার রহমান বলেন, বাসটি খাদে পড়ে যাওয়ার শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। আহত যাত্রীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।