কেশবপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১১ নভেম্বর যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, কেক কাটা ও শহরে বর্ণাঢ্য র্যালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ত্রিমোহিমী ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ অহিদুজ্জামান মিন্টু, সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাজী আলমগীর হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আলাল দিলু, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম,পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক নাজমূল হুসাইন, গৌরিঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক অলোক চক্রবর্ত্তী, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তুহিন রেজা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা,পৌর ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দরা।