কেশবপুরে মুক্তি ব্যানার্জী নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় ৩ যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আটককৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার পাঁজিয়া এলাকার তৌহিদ মোড়ল (৪২), আব্দুল মতিন সরদার (৪৬) ও হাবিবুর রহমান (৩৫)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া বাজার থেকে গত ১৮ জানুয়ারি (মঙ্গলবার) রাতে পাঁজিয়া পূর্ব পাড়া এলাকার মুক্তি ব্যানার্জী (৩৫) ব্যাটারি চালিত ভ্যানে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁজিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে পথরোধ করে পূর্ব শত্রুতার জের ধরে ওই ৩ ব্যক্তিসহ আরও কয়েকজন যুবক মুক্তি ব্যানার্জীর উপর অতর্কিত হামলা চালায়। এ সময় চাইনিজ কুড়াল দিয়ে ওই ব্যক্তিরা হত্যা চেষ্টার উদ্দেশ্যে কোপ মারলে তার কপালে লেগে মারাত্মক আহত হন। রাতেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ ঘটনায় ৭ ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের নামে মুক্তি ব্যানার্জীর স্ত্রী লিপি ব্যানার্জী থানায় মামলা করলে পুলিশ বুধবার রাতে ওই ৩ ব্যক্তিকে আটক করে।এ ব্যাপারে এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক তাপস কুমার রায় বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার ৩ আসামীকে আটক করে বৃহস্পতিবার যশোর আদালতে সোপর্দ করা হয়।