কেশবপুরে সরকারি রাস্ত্মার মাটিকেটে বিক্রিয়ের অপরাধে ১ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ আরিফুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের মেহেরপুর গ্রামের ওজিয়ার রহমান মোলস্ন্যা দীর্ঘদিন ধরে সরকারি রাস্ত্মার মাটিকেটে বিভিন্ন স্থানে বিক্রি করেন।মঙ্গলবার দুপুরে খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ আরিফুজ্জামান মাটিকেটে বিক্রিয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজিয়ার রহমান মোলস্ন্যাকে ৪ হাজার ৫শত টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন,সাগরদাঁড়ি ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।