গত ৫ জানুয়ারী পঞ্চমধাপে অনুষ্ঠিত কেশবপুর উপজেলার একটি ইউনিয়ন কেশবপুর সদর ইউনিয়নে বিশৃঙ্খলার অভিযোগে স্থগিত হওয়া একটি ভোট কেন্দ্রের ভোট সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আলা চতুর্থবার বিজয়ী হয়েছেন। তিনি নৌকা সমর্থিত প্রার্থী গৌতম রায়কে ২০১ ভোটের ব্যবধানে পরাজিত করেন বলে বে সরকারি তথ্যে জানা গেছে।
এ ইউনিয়নের ফলাফলে মোটর সাইকেল প্রতীকে আলাউদ্দিন আলা ৬ হাজার ১শ ২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধি নৌকা প্রতিকের প্রার্থী গৌতম রায় ৫হাজার ৯শ ভোট পান। অপরদিকে সংরÿিত মহিলা সদস্যা পদে রাশিদা বেগম (তালগাছ) ও ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সিরাজুল ইসলাম চতুর্থবার (তালা) প্রতিক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থী থাকেন ৫ জন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আলা (মোটরসাইকেল), আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গৌতম রায় (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র জাহাঙ্গীর আলম (চশমা), আনিছুর রহমান (হাতপাখা) ও মোঃ আয়ুব আলী (আনারস)। উপজেলা সহকারি রির্টাণিং অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন জানান, নির্বাচনে স্থগিত ২ নম্বর ওয়ার্ড নুতনমুলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ২ হাজার ১শ ১৯ এর মধ্যে ১৭শ ২৮ ভোট কাউন্ট হয়। যার মধ্যে বাতিলকৃত ব্যালট ৩১ টি, নির্বাচনের ফলাফলে মোটর সাইকেল প্রতিকে ১১শ ৭৩ ও নৌকা ৫শ ১৪ ভোট পায়।
উৎসব মুখর পরিবেশে প্রশাসনের কঠোর অবস্থানে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগে। সকাল ৬টা ৩০ মিনিট থেকে কেন্দ্রের মধ্যে সহস্রাধিক নারী পুরম্নষ ভোটার অবস্থান নেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেÿ করতে চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহর্ যাব-৬ এর একটি টীমকে কেন্দ্রে অবস্থান করতে দেখা গেছে। বিজয়ী চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আলা নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেÿ হয়েছে বলে মতামত ব্যক্ত করেন। তিনি সকল ভোটারদেও কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।