করোনা ভাইরাসজনিত রোগের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাবে কেশবপুরে জারিকৃত সরকারি নির্দেশনা না মানায় এক বাসচালকসহ ৪ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ২ হাজার ৪শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসজনিত রোগের ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাবে সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় শহরের বাঘের মোড়ের ব্যবসায়ী বিষ্ণুপদ সিংহকে ১ হাজার, শহরের ত্রিমোহিনী মোড় থেকে বাস চালক হাফিজুর রহমানকে ১ হাজার, মোটরসাইকেল আরোহী তবিবুর রহমানকে ২শ’ ও আবুল হাসানকে ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ২৪ (১) অপরাধে ২৪ (২) ধারায় ও দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন।