সাংস্কৃতিক সংগঠনের মধ্যে বিভাজন ও অসুস্থ কর্মকান্ডের ভেতর অভিভাবকদের চাহিদার প্রেক্ষিতে সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং প্রশিক্ষণের মাধ্যমে সুস্থধারায় সুন্দর মননে শিশুদের বিকশিত করার লক্ষে কেশবপুরে ” উলস্নাস” নামে একটি সাংস্কৃতিক সংগঠনের আত্নপ্রকাশ ঘটেছে। শুক্রবার সকালে শহরের আল আমিন মডেল একাডেমি হলরম্নমে আত্নপ্রকাশের লক্ষ্যে মতবিনিময় সভা আশরাফ উজ জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
নবনীতা হালদারেরর পরিচালনা আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান, প্রভাষক মজ্ঞুয়ারা, শিক্ষক আবু দাউদ, প্রভাষক রেজাউল ইসলাম, মৌসুমী সরকার, মিষ্টি মন্ডল,অর্পনা মজুমদার,শিক্ষক সুমন দাস, প্রভাষক শিপ্রা অধিকারী, শিক্ষিকা মমতা রাণী শিক্ষক সাহা বৈদ্যনাথ, আঁখি বিশ্বাস, অশোক বসু, উৎপল দে প্রমূখ। সর্বসন্মতিক্রমে সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক উৎপল দে ও আঁখি বিশ্বাস কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।