কেশবপুর উপজেলার সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত্ম ভোট গ্রহণ সম্পন্ন হয়।
২ জন মহিলাসহ ১৭ জন প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থী অভিভাবক সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহণ করে।এদের মধ্যে ভীম চন্দ্র দত্ত ১১৭ভোট,হাফিজুর রহমান ১০৮ভোট,শহিদুল ইসলাম ১০২ভোট শেখ রজব আলী ৯৮ভোট,শফিকুল ইসলাম ৫৭ভোট,বজলুর রহমান৪৭ভোট,আব্দুল আলিম ৪৬ ভোট,আব্দুল মান্নান গাজী ৪৬ভোট,আব্দুস সালাম ৪৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।এরমধ্যে ভীম চন্দ্র দত্ত ১১৭ভোট পেয়ে প্রথম, হাফিজুর রহমান ১০৮ভোট পেয়ে দ্বিতীয়,শহিদুল ইসলাম ১০২ভোট পেয়ে ত্বিতীয়,শেখ রজব আলী ৯৮ভোট পেয়ে চতুর্থ বিজয়ী হয়েছেন।মহিলা অভিভাবক সদস্য পদে আমেনা বেগম ১২৯ ভোট,শিবরা ঘোষ ৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিÿা অফিসার মোঃ রবিউল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন,সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিÿক শিÿিকাসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।