কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য অধিকার বিষয়ে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ওই বিদ্যালয়ের হলরুমে ২০ জন শিক্ষার্থীকে নিয়ে ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়। দাতা সহযোগী সংস্থা সিডা’র অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহযোগিতায় স্থানীয় পর্যায়ে পরিত্রাণ বাস্তবায়ন করছে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন। কর্মশালা পরিচালনা করেন শিক্ষক আব্দুল আহাদ ও বিশ্বজিৎ সরকার। এ সময় উপস্থিত ছিলেন, পরিত্রাণের প্রজেক্ট অফিসার উজ্জল কুমার দাস, স্বেচ্ছাসেবক সুমন দাস প্রমুখ। কর্মশালায় স্বাস্থ্য, বয়োসন্ধিকাল, বাল্যবিবাহ, কৈশোর কালিন সময়ে কিশার কিশোরীদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা করা হয়।