কেশবপুরে ৩ দিনব্যাপী ১৭ জন কিশোর ও কিশোরীকে প্রজনন স্বাস্থ্য এবং শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে সিডা’র অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় পরিত্রাণ ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় এনসিটিএফ’র মাধ্যমে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে স্কুল ব্যাগ, মাস্ক ও কলম দেওয়া হয়েছে।
পরিত্রাণের প্রশিক্ষণ কেন্দ্রে সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস ও প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন, পরিত্রাণের ওয়াই মুভস প্রজেক্ট কর্মকর্তা উজ্জ্বল কুমার দাস এবং স্বেচ্ছাসেবক মিনা দাস।তিন দিনের প্রশিক্ষণে প্রজনন কি, প্রজনন স্বাস্থ্য, শিশু সুরক্ষা ও অধিকার, যৌন সহিংসতা এবং যৌন নিপীড়ন, সহিংসতা, শিশু শ্রম, পাচার, বাল্য বিবাহ, বয়ো:সন্ধিকালে পুষ্টি, পিতা মাতার সাথে সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ করানো হয়।