বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে কেশবপুরে ৫০ জন গরীব ও অসহায় মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। শুক্রবার সকালে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে তাদেরকে কম্বল দেওয়া হয়।
এছাড়া ওই প্রতিষ্ঠানের উদ্যোগে এদিন শিশুদের চিত্রাংকন উৎসবের আয়োজনও করা হয়েছে। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের সভাপতি মদন সাহা অপুর সভাপতিত্বে শহরের আল-আমিন মডেল একাডেমীর হলরুমে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মৌসুমী মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সিকদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, অধ্যক্ষ জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকার, আল-আমিন মডেল একাডেমীর নির্বাহী পরিচালক আব্দুর গফুর গাজী ও শিক্ষক সাহা বৈদ্য নাথ। স্বাগত বক্তব্য দেন, চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে। শীতবস্ত্র পেয়ে আফসার উদ্দিন বলেন, এবার শীত পড়লি এখনও কেউ কম্বল দেয়নি। রাত্রি ঘুমাতি মেলা কষ্ট হচ্ছিল। এখান থেকে একটা কম্বল পেয়ে খুব ভালো লাগছে। গৃহকর্মী জুলেখা খাতুন, মনিরা বেগম, তানিয়া খাতুনসহ আরও অনেকেই শীতবস্ত্র পেয়ে খুশি প্রকাশ করেন।এর আগে শহরের আল-আমিন মডেল একাডেমীতে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে শিশুদের চিত্রাংকন উৎসবের উদ্বোধন করেন, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।