কেশবপুরে ৬০ জন কৃষককে এক দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদের হলরুমে ওই প্রশিক্ষণ দেওয়া হয়। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় উপজেলার মঙ্গলকোট ও পাঁজিয়া এলাকার প্রডিউসার অর্গানাইজেশন কৃষকেরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রডিউসার অর্গানাইজেশন কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা দিপজয় বিশ্বাস ও মিলন দাস। কৃষকদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলার রাজনগর বাকাবর্শী গ্রামের কৃষক আব্দুল হামিদ।