কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা ডিগ্রি কলেজ গভার্নিং বডির নব-নির্বাচিত সভাপতি সাবেক জেলা পিপি এ্যাড. রফিকুল ইসলাম পিটুর যোগদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর-২১) সকালে বেলা ১১ টায় নির্বাচিত এই সভাপতি অত্র কলেজে প্রবেশ করলে কলেজের সাবেক সভাপতি আব্দুস সোবান (পেশকার) তাকে ফুল দিয়ে বরন করেন। এ সময় উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত কমিটির সদস্য সচিব অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা আখতার, বিদ্যুতসাহী সদস্য কেশবপুর সরকারী পাইলট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, শিক্ষক প্রতিনিধি রেজাউল ইসলাম ও কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার। যোগদান শেষে নব-নির্বাচিত সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে কলেজের শিক্ষক ও কর্মচারীদের সাথে এক পরিচিতি সভা অনুষ্টিত হয়। সভায় শিক্ষদের মধ্যে বক্তব্য রাখেন, সেলিম রেজা, হাবিবুর রহমান,আব্দুর রাজ্জাক ও পরিসংখ্যান বিভাগের রেজাউল ইসলাম।