বাংলাদেশ স্কাউট কয়রা উপজেলা শাখার উদ্যোগে স্কাউটসের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেল পাওয়েলের জন্ম দিন পালন উপলক্ষে র্যালী ও আলোচন সভা মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কয়রা বাজারে র্যালী শেষে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে কয়রা উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা। বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা শাখার সাধারন সম্পাদক শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক খায়রুল আলম, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, শিক্ষক দীপক কুমার মিস্ত্রী, এমএ রজ্জাক, এস এম নুরুল আমিন নাহিন শামীম হোসেন, শিক্ষার্থী রওশন আক্তার, তরিকুল ইসলাম প্রমুখ।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ২৩/০২/২২ ইং।